সেন্ট্রাল মসজিদে বসে আছি। বখতিয়ার ভাই এসে বললেন, "সিয়াম, তুমি তো মসজিদে আছো না?" বললাম, "হ্যাঁ"। এক ভাইকে দেখিয়ে বললেন, "ছেলেটাকে একটু দেখে রাখিও তো। মানসিক ভাবে একটু হতাশাগ্রস্থ। আমাকে বললো, জামাআতে যাবো। তাই নিয়ে আসলাম। দেখে রেখো একটু।"
মুনির ভাই বলতেছিলেন, "ভাই, আমরা হলের রুমে রুমে গিয়ে হাসি মুখে একটু কথা বলে আসি অন্তত। সবাই অনেক পেরেশানি আর ডিপ্রেশনের মধ্যে থাকে। আমাদের হাসি মুখ দেখলে ওদের কষ্ট একটু হলেও কমবে।" বখতিয়ার ভাই দুপুরেও বলতেছিলেন, "আমরা অনেক রুমে যাই। ছেলেরা তো একদম কান্নাকাটি শুরু করে দেয়।"
আচ্ছা, এইটাই প্রকৃত চিত্র। দেশের প্রথম সারির একটা বিশ্ববিদ্যালয়ের বাস্তব অবস্থা। জেনেটিক্স, ট্রিপল ই, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া স্টুডেন্টদের জীবন। এরা ডিপ্রেশন আর হতাশা নিয়েই বেঁচে আছে। হ্যাঁ, এইটাই সত্য, "জেনে রাখ কেবল আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়।" (সূরা: আর রাদ, আয়াত: ২৮)
বাকি যা রঙচঙ চোখে দেখি তার সবটাই মিথ্যা। তারাই শান্তিতে আছে, প্রশান্তিতে আছে... যাদের সম্পর্কটা আল্লাহর সাথে।
- সৈয়ব আহমেদ সিয়াম (২০-২১ সেশন)

একটি মন্তব্য পোস্ট করুন