বিআরএফ ইয়ুথ ক্লাব পরিচিতি

 

সৈয়ব আহমেদ সিয়াম


• সংগঠনের নাম: বিআরএফ ইয়ুথ ক্লাব

• স্লোগান: তারুণ্যের সাথে পরিবর্তনের প্রতিশ্রুতি

• লক্ষ্য: হতাশামুক্ত তারুণ্য দীপ্ত পৃথিবী গড়ার প্রত্যয়কে জাগ্রত করা।

• উদ্দেশ্য: মাদক, হতাশা ও অদক্ষতা মুক্ত আদর্শ ও সুন্দর পৃথিবী গঠনে কাজ করা।

• সংগঠনের ধরন: একটি অরাজনৈতিক শিক্ষা ও সেবামূলক সামাজিক সংগঠন।

• প্রতিষ্ঠাকাল: ১ সেপ্টেম্বর, ২০২৪

• অধিভুক্তি: প্যারেন্ট অর্গানাইজেশন বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন (সংক্ষেপে বিআরএফ) ২০১৭ সাল থেকে গবেষণা ও সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এপর্যন্ত ৮৬ টি সায়েন্টিফিক জার্নাল পাবলিশ করেছে। (www.brfbd.org/publications)


• মৌলিক কার্যক্রম:

 ১. শিক্ষা ও সাহিত্য

 ২. সমাজসেবা

 ৩. সামাজিক অবক্ষয় রোধ

 ৪. উচ্চ শিক্ষা ও গবেষণা


বিআরএফ ইয়ুথ ক্লাব তারুণ্যের সাথে পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে আর্তমানবতার সেবা ও আদর্শ দেশপ্রেমিক গঠনে বদ্ধপরিকর একটি যুব সংগঠন। কাজ করবে মাদক, মূল্যবোধহীনতা ও আত্মহত্যা প্রতিরোধে ক্যাম্পেইন, থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা সৃষ্টি এবং কমিউনিটি এনগেইজমেন্টের মাধ্যমে তারুণ্যের ইতিবাচক বিকাশে। হতাশামুক্ত তারুণ্য দীপ্ত পৃথিবীর গড়ার প্রত্যয়ে সৃষ্টির সেবার এই যাত্রায় অংশ নিতে পারেন আপনিও।


• কার্যক্রম সমূহের বিস্তারিত:

১. শিক্ষা ও সাহিত্য: 

    (i) পাঠাগার, পাঠচক্র ও সাহিত্য আসর

    (ii) স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম

    (iii) লেখালেখি বিষয়ক কর্মশালা

    (iv) ভাষা শিক্ষার আসর


২. সমাজসেবা:

    (i) বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

    (ii) থ্যালাসেমিয়া ও রক্তদান সচেতনতা

    (iii) পথশিশু ও সুবিধাবঞ্চিতদের সেবা

    (iv) দূর্যোগে ত্রাণ ও স্বেচ্ছাসেবী সরবরাহ


৩. সামাজিক অবক্ষয় রোধ:

    (i) নিকোটিন ও মাদকবিরোধী আন্দোলন

    (ii) অত্মহত্যা ও হতাশা দূরীকরণ ক্যাম্পেইন

    (iii) ক্ষতিকর আসক্তি প্রতিরোধ

    (iv) ধর্মীয় ব্যক্তিত্ব ও সিনিয়রদের সাথে সম্পর্ক


৪. উচ্চ শিক্ষা ও গবেষণা:

    (i) জরিপ ও গবেষণা পরিচালনা

    (ii) উচ্চ শিক্ষা বিষয়ে সেমিনার

    (iii) রিসার্চ ট্রেইনিং কোর্স

    (iv) অনুবাদ ও প্রকাশনা


x

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন