ফরেস্ট্রি রোডের কবিতা - সৈয়ব আহমেদ সিয়াম

চাঁদের আলো


তোমার লাল শাড়ি পড়া রূপে আসক্ত আমি,

মিষ্টি রোদে ফরেস্ট্রি রোডে তোমার কদমগুলো আমার কাছে ভীষণ রকম দামী।

দুষ্টু বৃষ্টি, ঘনকালো মেঘ বা তীব্র রোদ,

দিন হোক বা রাত তোমার কথা ভাবলেই আমি হারিয়ে ফেলবো পথ।

থোরা না পুরা সত্যি বলছি, তোমাতেই আসক্ত আমি,

মরতে ইচ্ছে করে চুমু দিয়ে তোমার স্পর্শ করা ভূমি।

মেয়ে শোনো! তীব্র আসক্তি সত্ত্বেও মুখ ফিরিয়ে কেন আমি?

কারণ, আমি জানি যুবরা নারীর নগ্ন বাহু থেকে মুখ ফিরিয়ে উত্তপ্ত মেশিনগানে চোখ তাক করলেই জ্বলে ওঠে বিপ্লব। 

সেই তীব্র রেশে ফেটে পড়া বিপ্লবে জ্বলে-পুড়ে ছাই হয়ে পবিত্র করবো আমার জন্মভূমি। ইনশাআল্লাহ।


"নামহীন কবিতা"

- সৈয়ব আহমেদ সিয়াম

২০২৩

Post a Comment

নবীনতর পূর্বতন