সামিনা লুৎফা ম্যামের একাডেমিক যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। আর বাচ্চাদের বই লেখার জন্য অত বেশি যোগ্যতার দরকার আছে বলেও আমার মনে হয় না। আমাদের অভিযোগটা হলো ওনার পায়ুসঙ্গম সমর্থন করা নিয়ে। আসলে সেকশন ৩৭৭ এর কাজটা কী? আমি ঠিক বুঝতেছি না। ওনার মতো বিকৃতকামীতা সমর্থনকারীকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না?
মনে করুন, প্রফেসর নাদচো সাহেব গাঁঞ্জা বিক্রি করেন। আমি বললাম যে, একজন গাঁঞ্জা বিক্রেতাকে পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে মানবো না। আর আপনি উত্তর দিলেন, "নাদচো স্যার ক্লাসে খুবই ভালো পড়ান। তিনি অত্যন্ত শিক্ষার্থীবান্ধব। শিক্ষার্থীদের দাঁড়ি-টুপি-হিজাবের কারণে কখনো হয়রানি করেননি। স্যার, আন্দোলনের সময় কুত্তালীগের হাতে মা*ইর খেয়েছেন। আপনারা হুজুররা পারেন শুধু বিভাজন করতে। বটবৃক্ষের কাছে বিচার দিলাম।"
আপনাদের উত্তর শুনে আমার একটা অযৌক্তিক কবিতা মনে পড়লো। কবিতাটার শেষ লাইন ছিলো, "ভাই, নিয়মিত হাইগেন, গু তো মাথায় উঠে যাইতেছে।"

একটি মন্তব্য পোস্ট করুন