আমি রাস্তার পাশের ডাস্টবিনে এবার্শন করে ফেলে দেওয়া একটি ভ্রূণ।
চিৎকার করে বলি আমি স্বাধীন;
আমাকে স্বাধীনতা দিয়েছে লাখো শহিদের রন্জিত লাল খুন।
.
আমি ১৪ থেকে ২১ ফেব্রুয়ারি
পাথরের ওপর পড়ে থাকা
একতোড়া শুকনো ফুল, আমি প্রাণহীন,
তবু চিৎকার করে বলি আমি স্বাধীন।
.
আমি রাস্তার ক্ষুধার্ত, শীতার্ত, নির্যাতিত,
আমি এই পাতানো স্বাধীনতায় নিষ্পেষিত,
আমি পথের পাশে থরথর করে
কাঁপতে থাকা সেই বালিকা,
যার জন্য এই স্বাধীনতা, কসম করে বলছি,
এই স্বাধীনতা ওই বখাটেদের জন্য,
আর আমি আজ অবধি পরাধীন।
কবিতা: "স্বাধীনতা ২.০"
- সৈয়ব আহমেদ সিয়াম

একটি মন্তব্য পোস্ট করুন