কষ্টে কলজে ছিঁড়ে যায় যখন চোখে পড়ে বাচ্চাদের চিৎকার,
ওসিয়ত করছি, সব চিৎকার এক করে দিও মিছিলে মিছিলে হুংকার।
মাঝরাতে কেডির ক্লাস নাইনের আজমাঈনকে পুলিশ তুলে নিলো,
জারিন নামের গার্লসের ক্লাস নাইনের মেয়েটার নামে মামলা দিলো।
জাহাঙ্গীরনগরে সদ্য ভর্তি হওয়া মেয়ে নিশি আহত হলো নওগাঁর মিছিলে,
আমি ওদের বড় ভাই, আমাদের শৈশব এই শহরের ধুলোমাটির সাথে মিলে,
আমি ওদের বড় ভাই, আর তুমি আমায় দেখাও মৃত্যুর ভয়?
শোনো... মৃত্যুর চেয়ে বেশি কষ্টের- 'পরাধীনতা আর পরাজয়'।
শোনো...
আমার স্লোগানে স্লোগানে উত্তাল হবে না আর এই ক্যাম্পাস।
তুমি গোপনে গোপনে লুকিয়ে দাফন দিও আমার লাশ।
লাশের মিছিলে শহিদের ভীড়ে খুঁজে নিও আমায়।
আমার ছিন্ন মস্তক খুঁজে শপথ নেওয়ার ওসিয়ত করছি তোমায়।
ওসিয়ত করছি আবার সেই মিছিলের ডাক দেওয়ার,
যে মিছিলে আদায় হবে- আজমাঈন, জারিন, নিশিদের অধিকার।
কবিতা: "মিছিলে আহত মেয়ে"
লেখা: সৈয়ব আহমেদ সিয়াম
তারিখ: জুলাইয়ের কোনো ভয়াবহ রাতে

একটি মন্তব্য পোস্ট করুন