বাংলাদেশ নামক আলাদা রাষ্ট্রের যৌক্তিকতা কী?

বাংলাদেশের কেন ভারতের সাথে যুক্ত হওয়া উচিত নয়? বাংলাদেশ নামক আলাদা রাষ্ট্রের যৌক্তিকতা কী?

বাংলাদেশ নামক আলাদা রাষ্ট্রের যৌক্তিকতা কী?

বাংলাদেশ ভারতে যুক্ত হলে আমরা পাসপোর্ট-ভিসা ছাড়া পুরো ভারতে চলাচল করতে পারবো। কাশ্মীর-দার্জিলিং ঘুরতে পারবো। ভারতের বিশাল একক বাজারে শুল্ক ও সীমান্ত বাধা ছাড়া পণ্য বিক্রির সুযোগ পাবো। AIIMS-এর মতো সুপার-স্পেশালিটি হাসপাতালের সুবিধা পাওয়া যাবে। IIT, IIM, AIIMS-এর মতো টপ প্রতিষ্ঠানে কোটাভিত্তিক বা সহজ প্রবেশাধিকার পাওয়া যাবে। এখানেই শেষ না। সেভেন সিস্টারর্স আর পশ্চিম অংশের মাঝখানে অবস্থান করায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য প্রধান ট্রানজিট হাবে পরিণত হবে বাংলাদেশ। আটা, চাল, চিনি, আলু, প্যারাসিটামল, অ্যান্ড্রয়েড ফোন সহ অধিকাংশ পণ্যের দাম ভারতে বাংলাদেশের চেয়ে সস্তা। G20, BRICS আর মতো এত এত সুযোগ সু্বিধা পাওয়া সত্ত্বেও কেন আমরা অখন্ড ভারতে যুক্ত হবো না? এর উত্তর একটাই। এর একমাত্র উত্তর হলো "ইসলাম" এবং "ইসলাম"। ইসলাম ছাড়া এই বুলগাকপুরের অন্য কোনো রক্ষাকারী পরিচয় নাই। ইসলামী ইমারতের প্রতিষ্ঠাই এই ভূখন্ডকে দিল্লির দাসত্ব আর আধিপত্য থেকে মুক্তি দিবে, ইনশাআল্লাহ।


© সৈয়ব আহমেদ সিয়াম

Post a Comment

أحدث أقدم