কবিতা: একটি ফুল ফুটবে

সৈয়ব আহমেদ সিয়াম

একটি ফুল ফুটবে,

আমি সেই ফুলের অপেক্ষায়।

একটি চারা লাগানো হবে,

আমি সেই চারার ছায়াময় বৃক্ষে রূপ নেওয়ার আশায়।

আশায় আশায় শেষ হয় আমার সব ঘুম।

ঘুমন্ত ধরণীকে জাগানোর সংগ্রামে হয়েছি বুম।

বলছি, একটা ফুল ফুটবে,

একটা গাছ লাগানো হবে।

সেই গাছে লেখা থাকবে অক্সিজেন।

জীবন্ত হয়ে তরুণরা আবার জাগবেন।

সেই জাগায় বিপ্লব মেশানো থাকবে।

বারুদ আর যুদ্ধের সুঘ্রাণ থাকবে।

দুঃখিত সোনামনি!

তোমার নূপুরের ধ্বনি, শাড়ির সাজ দেখার সৌভাগ্য হবে না আর।

যুদ্ধে শহিদ হলে দাফন করে এগিয়ে যেও প্রিয় আমার।

আমার রক্তে একটা ফুল ফুটবে।

আর সেই যুদ্ধে স্বাধীন শোষণহীন পৃথিবীতে তুমি সাম্যের ছবি আঁকবে।

কথা দাও, আমার কথা রাখবে।

একটা ফুল ফুটবে।।।


কবিতা: একটি ফুল ফুটবে

- সৈয়ব আহমেদ সিয়াম

1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم