দুঃখ ভেঙে বিজয়
আসুক রক্তমাখা মুখে,
ছত্রিশ জুলাই নামুক
ফিলিস্তিনের বুকে,
আবাবিলের পাথর পড়ুক
মার্কিনিদের ঘিরে,
ইদের জামাত পড়বো মোরা
আল আকসায় ফিরে।
শুধবে দ্রুতই মার্কিনিরা
রক্তের সব ঋণ,
আমার কাছে কবিতা মানে
স্বাধীন ফিলিস্তিন।
- সৈয়ব আহমেদ সিয়াম
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
إرسال تعليق